আল-আমিন মিন্টু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজের ভাসুর রড দিয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধুর মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুশুরী এলাকায় ঘটে এ ঘটনা। সাথী বেগম মুশুরী এলাকার সিএনজি চালক আলিম উদ্দিনের স্ত্রী।
আহতের স্বামী আলীম উদ্দিন জানান, তার ভাই মনির উদ্দিনের সঙ্গে আলীম উদ্দিনের দের শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। আর এ বিরোধকে কেন্দ্র করেই তার স্ত্রী সাথী বেগমের সঙ্গে আলীম উদ্দিনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আলীম উদ্দিনের হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে সাথী বেগমের মাথা ফাটিয়ে দেন। পরে পরিবারের লোকজন সাথী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।