রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ওলামাদলের সভাপতি শামসুর রহমান খাঁন বেনুর সভাপতিত্বে উপজেলার যাত্রামুড়া এলাকায় এ আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম হিরন, ডাঃ মীর মাজহারুল ইসলাম, এনামুল হক, আঃ হাই তালুকদার, কামাল খাঁন, মজিবুল্লাহ, ইউনুছ, ইদ্রীস আলী, মোজাম্মেল হক মুছা, রতন, নাসির মোল্লা, মজিবুর রহমান, কবির হোসেন, মাসুদ, আলাউদ্দিন, সুমন, ডেবিট রোমান প্রমূখ।