রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই নারী আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উল্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে উল্লাব এলাকার নুর মোহাম্মদের সঙ্গে একই এলাকার কামালের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে নুর মোহাম্মদ ও কামালের জমির বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রী সখিনা আক্তার , কামাল ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় গৃহবধূ সখিনা আক্তার ও ফাতেমা বেগম আহত হন। সখিনা আক্তার ও ফাতেমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে ভর্তি করা হয়। ফাতেমা বেগমের অবস্থা আঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।