রূপগঞ্জে মাদক সেবীর কারাদন্ড

প্রকাশঃ ২০১৮-০১-০৩ - ১৭:৪১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাইদুর রহমান শাকিল (১৮) নামে এক মাদক সেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত সাইদুর রহমান শাকিল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মদনকান্দি এলাকার আবুল কাশেমের ছেলে। বর্তমানে তিনি উপজেলার বরপা এলাকার বসবাস করে আসছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর এ আলম সিদ্দিকী জানান, বুধবার দুপুরে বরপা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় সাইদুর রহমান শাকিলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।