রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ হামিম ওরফে সচিব (১২) নামে এক মাদ্রসা শিক্ষার্থী প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। হামিম রূপগঞ্জ উপজেলা কমপ্লে´ হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী। তার বাবা আব্দুল কাদির জানান, গত ৪ ডিসেম্বর হামিম তার বাড়ি উপজেলার মঠের ঘাট থেকে মাদ্রসায় যাবার পথে নিখোজঁ হয়। অনেক খোজাখুজি করেও হামিমের কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর গত ১৪ ডিসেম্বর অজ্ঞাত মোবাইল নাম্বার ০১৬২৮৯৯৪২২০ থেকে হামিম তার এক খালাকে ফোন করে শুধু বলে ”খালা আমি হামিম”। এরপর থেকে অদ্যাবধি সেই মোবাইলও বন্ধ রয়েছে এবং হামিমের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ডায়রি করা হয়েছে।