রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক দল দূর্বৃত্ত রুবেল খাঁন নামে এক যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ঘরসহ ঘরের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হিরনাল এলাকায় এ ঘটনা ঘটে।
রুবেল খাঁন জানান, মঙ্গলবার গভীর রাতে এক দল দূর্বৃত্ত রুবেল খাঁনের বাড়িতে প্রবেশ করে ঘরে আগুন লাগি পালিয়ে যায়। মূহূর্তের মধ্যে চারপাশের আগুন ছড়িয়ে পরে। আগুন ছড়িয়ে পরলে রুবেলসহ তার পরিবারের লোকজন দ্রুত ঘরের বাইরে চলে যায়। আগুনে ঘরসহ ঘরের আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।