রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা দশ স্পটে আনন্দ শোভাযাত্রা বের করেছেন। বুধবার বিকেলে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া, কাঞ্চন, ভোলাব, দাউদপুর ও তারাব এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, মহিলালীগের সভানেত্রী মিসেস হাসিনা গাজী, আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, জাহেদ আলী, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, শাহরিয়ার পান্না সোহেল (ভিপি), শিলা রানী পাল, নাঈম ভুইয়া, রফিকুল ইসলাম রফিক, নাঈম ভুইয়া প্রমুখ। শোভাযাত্রা শেষে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী ২০২১ সালের মধ্যে এ দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারন মানুষকে সঙ্গে নিয়ে আমরা সকলে কাজ করবো।
অপরদিকে, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়ার নেতৃত্বে আওয়ামীলীগের আরেকটি অংশ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।