রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ আদালত থেকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তিরদাবীতে রূপগঞ্জ ওলামা দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলার ওলামা দলের সভাপতি মাওলানা মুজিবুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামসুর রহমান খান বেনু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা ওলামাদলের সাধারন সম্পাদক আব্দুল হাই তালুকদার, প্রচার সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, শাহাজাদা, কবীর হোসেন, আল আমিন সরকার, তারা মিয়া, শহিদুল্লাহ, জজমিয়া ও আড়াইহাজার তরুন দলের সভাপতি হামিদুল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, তৈমূর আলম খন্দকারকে অন্যায় ভাবে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে আইন শৃঙ্খলা বাহীনি গ্রেফতার করেছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাকে মুক্তি না দিলে তীব্র আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারী দেন তারা।