আল-আমিন মিন্টু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে মাছ বোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় মাছ উদ্ধার করতে না পারলেও পিকআপটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গাজিপুর জেলার জয়দেবপুর চান্দিনা চৌরাস্তা এলাকার মাছের আড়ৎ থেকে পিকআপসহ ওই যুবককে আটক করে র্যাব-১ এর সদস্যরা। আটক আলামিন মাদারীপুর জেলার সদর উপজেলার খাগদি গ্রামের মৃত উসমান গনির ছেলে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১ এর ডিএডি মহিন আহাম্মেদসহ র্যাব সদস্যরা পিকআপ ভ্যানসহ আটক আল-আমিনকে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী হেলাল উদ্দিন জানান, ২৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে মৌলবী বাজার এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মাছ কিনে যাত্রাবাড়ির উদ্দেশ্য রওনা হন। ঢাকাÑসিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার হারবেষ্ট গার্মেন্টস নামক স্থানে পৌছামাত্র মাইক্রোবাস যোগে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপ ভ্যানটি গতিরোধ করে। পরে কাগজপত্র চেক করার কথা বলে গাড়ির চালককে নিচে নামিয়ে মাছ বোঝাই পিকআপ ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। হেলাল উদ্দিন ঘটনাটি র্যার ১ এর সদস্যদের জানালে ডিএডি মুহিন আহাম্মেদের নেতৃত্বে গাজিপুর জেলার জয়দেবপুর চান্দিনা চৌরাস্তার একটি মাছের আড়ৎ থেকে খালি পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। এসময় আলামিন নামে ওই যুবককে আটক করা হয়।