খুলনা অফিস : রূপসা উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান গত ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় আলাইপুর ব্লকে পারিবারিক কৃষির আওতায় স্থাপিত সবজি পুষ্টি বাগান , গাছের গোড়ায় চুই ঝালের চাষ এবং কাটিং এর মাধ্যমে পলিব্যাগে চুই চারা উৎপাদন , ধান , গম ও পাট বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আমন ধান উৎপাদন প্রদর্শনী (জাতঃ ব্রিধান-৮৭) ও রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত রোপা আমন ধানের প্রদর্শনী (জাতঃ ব্রিধান -৭২ ) পরিদর্শন করেন। তিনি আলাইপুর গ্রামের কৃষির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত কৃষকদের সাথে রোপা আমন ধানের পোকামাকড় বিশেষ করে বাদামি গাছ ফড়িং দমন , সন্ধ্যায় ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন এবং প্রদর্শনী ক্ষেতের রগিং ও বীজ সংরক্ষণের জন্য পরামর্শ প্রদান। এসময় উপস্থিত ছিলেন আলাইপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান, প্রদর্শনী চাষী মোঃ মহব্বত শেখ, মোঃ ইশারত শেখ, মোঃ অহেদ সরদার , আঃ কাদের শেখ ও মোঃ লুৎফর রহমানসহ এলাকার ১০/১৫ জন কৃষক । প্রদর্শনীর সার্বিক অবস্থা ও আলাইপুর ব্লকের কৃষি কার্যক্রম পরিদর্র্শন পূর্বক উপজেলা কৃষি অফিসার মহোদয় সন্তোষ প্রকাশ করেন।