রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫ জুন বেলা ১১ টায় আলাইপুর গ্রামের কৃষক মোঃ ইসলাম সরদারের জমিতে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর (জাতঃ ব্রিধান – ৬৭) এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা । বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শিউলী মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান । স্বাগত বক্তব্য রাখেন আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রদর্শনী কৃষক মোঃ ইসলাম সরদার। বক্তাগণ বলেন, ব্রিধান – ৬৭ জাতের বোরো ধান লবণাক্ত সহনশীল এবং ব্রিধান – ২৮ জাতের চেয়ে এধানে পোকামাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ অনেক কম। শিষ থেকে ধান সহজে ঝরে পড়ে না। ব্রিধান-২৮ এর চেয়ে বেশি ফলন পাওয়া যায়। তাই বোরো মৌসুমে ব্রিধান -৬৭ জাতের ধান চাষের ওপর গুরুতা¡রোপ করা হয়। উক্ত মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।