রূপসা (খুলনা) প্রতিনিধিঃ রূপসায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ আহমেদ নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ছোট ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে।
রূপসা থানার এস আই মো: তারেক রহমান জানান, খন্দকার ফিরোজ আহমেদ রূপসা উপজেলায় আরআরএফ নামে একটি এনজিও এর বিজনেস ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসে তিনি রূপসা শাখায় যোগদান করেন। সকালের দিকে দিকে তিনি অফিসের দিকে যাচ্ছিলেন। সাড়ে ১০ টার দিকে তিনি আলাইপুর ছোট ব্রীজের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক যার নং খুলন মেট্রো ট- ১১-০৪২৩ তাকে চাপা দেয়।
এ সময় ট্রাকের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থালেই মারা যান। উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করা হয়। গণধোলাই দিয়ে তাকে পুলিশের নিকট দেওয়া হয়। রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, দূর্ঘটনায় নিহত এনজিও কর্মীর লাশ উদ্বার করে। খুমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে।