ঢাকা অফিস : বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার ময়নারডেইলে নৌকাটি ভেসে আসলে তা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। নৌকা থেকে আশঙ্কাজনক অবস্থায় এক বৃদ্ধা ও দুই শিশুকে উদ্ধার করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়। এছাড়া টেকনাফের মহেশখালীয়াপাড়ায় সাগর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, নৌকাডুবির খবর পেয়ে সকাল সাতটার দিকে আমরা ময়নারডেইলে এসে নৌকার ট্রপেলারে পেঁচানো অবস্থায় সিরাজুল (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করি। মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে রাতের কোন এক সময়ে সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। ভোরের দিকে কক্সবাজার উপকূলে নৌকাটি ভেসে ওঠে। নৌকাটিতে মোট ৩৯ জন রোহিঙ্গা ছিল। এর মধ্যে ৯ জনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৩ রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে পাঠানো হয়েছে।