রোহিঙ্গারা আরও থাকলে ব্যাহত হবে উন্নয়ন

প্রকাশঃ ২০১৯-০৬-২৮ - ২০:৪০

ঢাকা অফিস : রোহিঙ্গারা বাংলাদেশে দীর্ঘদিন থাকলে এই অঞ্চলের উন্নয়ন ব্যাহত হবে। এমন আশংকার কথা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এছাড়া, উগ্রবাদ ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে বলেও মনে করেন তিনি। ১লা জুলাই থেকে ৫ই জুলাই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চীনের জোর সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যদি এই বিরাট জনগোষ্ঠি অনেক দিন এখানে থাকে, তাহলে এখানে একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টির সম্ভবনা আছে। অনিশ্চিত অবস্থা সৃষ্টি হলে, অত্র অঞ্চলের উন্নয়ন ব্যাহত হবে। এ সমস্যা গুলো এড়ানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব, মিয়ানমারের কাছে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য আমরা জোর দাবি জানাব।’