লকডাউন করা হলো দেশের ১৮ জেলা

প্রকাশঃ ২০২০-০৪-১১ - ২০:৫৩

ঢাকা অফিস : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আজ থেকে গাজীপুর, সিলেট, হবিগঞ্জ, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও ৭ জেলা লকডাউন।

করোনা সংক্রমণ এড়াতে আজ থেকে গাজীপুর, সিলেট, হবিগঞ্জ, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মুন্সিগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ১৭ জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে গাজীপুর জেলাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৩টা থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক।

এদিকে, দুপুর দুইটা থেকে লকডাউন ঘোষণা করা হয় হবিগঞ্জ জেলা। সন্ধ্যা ছয়টা থেকে লকডাউন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ জেলার সড়ক-মহাসড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা থেকে কেউ ঢুকতে কিংবা বের হতে পারবে না।

অন্যদিকে, লকডাউন করা হয় রাজবাড়ী ও মুন্সিগঞ্জ জেলা । এছাড়া, সকাল থেকে লকডাউন রয়েছে নোয়াখালী জেলা। অন্যদিকে, লকডাউন হয়েছে গাইবান্ধা, কুমিল্লা, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, চুয়াডাঙ্গা, জামালপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও কক্সবাজার জেলা। তবে, জরুরি পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।