রবিউল ইসলাম মিটু,যশোর : ভোরের কাগজের সহায়তায় পাঠক ফোরাম (পাফো) যশোর জেলা পরিবারের আয়োজনে শতাধিক দুস্থ শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় ভোরের কাগজ যশোর জেলা প্রতিনিধি‘র কার্যালয় সমবায় ইউনিয়ন ভবন প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি ও সাবেক প্রেসক্লাব যশোরের সভাপতি একরাম-উদ-দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, বিএফইউজে‘র সদস্য মুনিরুজ্জামান মনিরসহ বিশিষ্টজনরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের কাগজ যশোর জেলা পরিবারের সভাপতি জাহান আরা হাসান কোহিনুর। এছাড়া উপস্থিত ছিলেন পাফো যশোর পরিবারের সাধারণ সম্পাদক আরশি গাইন, সাংগঠনিক সম্পাদক শেখ ফাহাদ ফারদীন, সদস্য সাব্বির, ভোরের কাগজের যশোর জেলা প্রতিনিধি আলমগীর ও চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টুসহ প্রমূখ।