শরণখোলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০১-২৩ - ১৬:২৯

শরণখোলা প্রতিনিধি: “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের শরণখোলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান। খামারীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. রেজাউল কবির খান।
সেবা সপ্তাহ উলক্ষ্যে একদিন ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া, খামারীদেরকে হাঁ-মুরগি ও পশুপালনে স্বাস্থ্যসম্মত এবং উন্নত প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন বিষয়য়ে অবহিত করা হবে।