শারদীয় দুর্গাপূজার আর মাত্র ১৫ দিন বাকী

প্রকাশঃ ২০১৯-০৯-১৯ - ১৮:৩৭

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বাংলা ১৪২৬-আর মাত্র ১৫ দিন পর শরু হতে যাচ্ছে । আসন্ন শারদীয় দূর্গা উৎসবকে প্রানবন্ত ও উৎসব মূখর করতে বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন পরিষদ ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে যানা যায়। এ বছর ১১৯ টি( একশত আঠার) পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে। প্রশাসন এর বরাত দিয়ে এ তথ্য যানা গেছে। তবে এর সংখ্যা দুই-একটি বাড়লে ও বাড়তে পারে। ৭টি ইউনিয়নের মধ্যে জলমায় ৩৭টি, বটিয়াঘাটায় ৩১ টি, গঙ্গারামপুরে ২১টি, সুরখালীতে ১৩টি, ভান্ডারকোট ৫টি,বালিয়াডাঙ্গা ২টি আমীরপুরে ৯টি মোট ১১৯ টি। পূজা মন্ডপে কুমারেরা মাটি দিয়ে ঠাকুর (প্রতিমা) তৈরীর কাজ প্রায় শেষ করেছে। আর কিছু দিন পর ভাস্করেরা রং-তুলি দিয়ে ভাস্কর্যের কাজ শুরু করবে তা ৬ষ্টীর পূর্বে পূর্ণতা পাবে। ৭টি ইউনিয়নের মধ্যে বেশী আড়ম্বরে পূজা হতে যাচ্ছে জলমা চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মন্ডপে, চক্রখালী মল্লিকের মোড়ে, ঠিকরাবাদ বালুর মাঠে সুরঞ্জন সুতারের বাড়ি, কৈয়াবাজর, হোগলাডাঙ্গা, ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্ডপে, উপজেলা বাজার সদরে নাট মন্দির, বারোআড়িয়া বাজার, আমতলা,বাদামতলা বাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে। অরপ দিকে আসন্ন শারদীয় দূর্গাপূজা সুন্দর ও সার্থক ভাবে উদযাপন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। পূজাকে কেন্দ্র করে প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়ে ক্যাম্প ও ফাঁড়ি, টহল দল, সাদা পোষাকে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, নাশকতা এড়াতে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে থানা ওসি(তদন্ত) মোস্তাফা হাবিবুল্লাহ।