বেনাপোল (যশোর) প্রতিনিধি :-যশোরের শার্শা থানার সামটা বাজার চৌরাস্তার মোড় থেকে ১টি ওয়ান শ্যুটারগান পিস্তল ও ২রাউন্ড গুলি সহ মো:শফিকুল ইসলাম শফি(৩৮) নামে একজনকে আটক করেছেন শার্শা থানার এস আই আবুল হাসান। শফিকুল ইমলাম শফি শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শফি শার্শা থানার সামটা বাজার চৌরাস্তা দিকে অবস্থান করছিলো এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অবস্থান করে তার কাছে থাকা ১টি ওয়ান শ্যুটারগান পিস্তল ও ২রাউন্ড গুলিসহ তাকে আটক করি।তিনি আরও বলেন আটককৃত শফির বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। শার্শা থানার তদন্ত ওসি তাসমিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে । তারিখ : ১৯/০২/১৮ ইং।