শার্শায় মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশঃ ২০১৮-০২-১৯ - ১৯:২১

বেনাপোল (যশোর) প্রতিনিধি :-শার্শার দীর্ঘ দিনের যানজট পূর্ণ যশোর-বেনাপোল ও নাভারন-সাতক্ষারা রোড বাগাআচড়া মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা অবশেষে সোমবার সকালে নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ করেছে। এক সপ্তাহ আগে পুলিশ নাভারণ ও বাগাআচড়া বাজারের যশোর-বেনাপোল,নাভারন-সাতক্ষারা মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে । নাভারণে আকিজ বিড়ি ফ্যাক্টরীর সম্মুখ থেকে শার্শা পর্যন্ত এবং নাভারন বাগাআচড়া বরাবর মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা থাকার কারনে রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হত। আর এ কারনে বিভিন্ন দূর্ঘটনার স্বীকার হত সাধারন মানুষ।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া জানান, নাভারণে আকিজ বিড়ি ফ্যাক্টরীর সম্মুখ থেকে শার্শা পর্যন্ত নাভারন বাগাআচড়া ও যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা থাকার কারনে রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটে। যে কারনে উপর মহলের নির্দেশে মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নাভারন হাইওয়ে পুলিশের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবসী।