ঢাকা : চ্যানেল আই’র ষ্টাফ রিপোর্টার দিনাজপুরের নির্ভিক সাংবাদিক শাহ আলম শাহীকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর বিভাগের (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর) সমন্বয়কারী মনোনীত করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি রংপুর বিভাগের সকল জেলা/উপজেলায় পাঠানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত এক পত্রে শাহ আলম শাহীকে রংপুর বিভাগের চার জেলার সমন্বয়কারী করা হয়। বিভাগের রংপুরসহ কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার সমন্বয়কারী হিসেবে দৈনিক মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমি পূর্বের ন্যায় দায়িত্ব পালন করবেন। বিভাগের জেলা/উপজেলা শাখার নেতৃবৃন্দকে স্বস্ব জেলার কর্মকান্ড গতিশীল করতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। জনাব শাহীর নেতৃত্বে রংপুর অঞ্চলের সাংবাদিকদের মাঝে পেশাগত দক্ষতাবৃদ্ধিসহ সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে বলে সংগঠন আশা করছে।