ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাভারের আশুলিয়ায় হাজী ইউনুচ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদে ফুলতলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ফুলতলা স্বাধীনতা চত্ত্বরের সামনে খুলনা-যশোর মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক সালমা খাতুন, প্রভাষক ড. রতন কুমার হালদার, প্রধান শিক্ষক মনিরা পারভীন, এইচ এম এ হালিম, মহসিন বিশ্বাস, মোশারফ হোসেন, তাপস কুমার বিশ্বাস, প্রশান্ত রায়, মোঃ গোলাম মোস্তফা, আঃ হাই গাজী, প্রেমচাঁদ দাস, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সুশান্ত কুমার বিশ্বাস, মোঃ আহসান হাবিব মিন্টু, মোঃ জুলফিকার আলী, খাজিদা খাতুন, সহকারী শিক্ষক পবিত্রা হালদার, নীলরতন মন্ডল, মমতাজ পারভীন, ইদ্রিস আলী, শ্যামপদ মন্ডল, বিজয় কৃষ্ণ হালদার, অমিয় কুমার মল্লিক, সুজিত রায়, মাহিতলাল মল্লিক, মোস্তাফিজুর রহমান, অনুপম বিশ্বাস, ইয়াছিন মোল্যা, শেখ মাহমুদুল হক, আবু জাফর, কনক বিশ্বাস, পারভীন সুলতানা, নাসিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী।
এ সময় বক্তারা বলেন, শিক্ষককে পিটিয়ে হত্যা করার ঘটনা সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একটা শ্রেণি সবসময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি এবং সমাজ ও রাষ্ট্রের মেরুদন্ড ধ্বংস করার অপচেষ্টা করে চলেছে। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এসেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।