ফুলতলা অফিসঃ নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যায় শিক্ষিত হওয়া চলবে না। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি ও কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সরকার শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট, ই-বুক চালু এবং এনটিআরসিএ এর মাধ্যমে দক্ষ শিক্ষক নিয়োগ ব্যবস্থা চালু করেছে।
সোমবার বেলা ১১ টায় ফুলতলা সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃতায় তিনি এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্মার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ওসি মোঃ মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ওয়ার্কার্স পার্টি থানা সম্পাদক গাজী নওশের আলী, মোল্যা হেদায়েত হোসেন লিটু. শাহাদাৎ বিশ্বাস, মনিরুল ইসলাম সরদার, এস কে আলী ইয়াছিন, রবীন বসু প্রমুখ।
ফুলতলা এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আকরাম হোসেন , জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবির, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুরুপ উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।