যশোর অফিস : শিল্পী ঐক্যজোটের যশোর জেলা শাখার আহবায়ক কমিটির গঠনের লক্ষে এক জরুরী সভা বৃহস্পতিবার বিকালে শহরের গোহাটা রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একরামুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অ্যাড. চুন্নু সিদ্দিকী, শেখ মো. আক্তারুজ্জামান, জাহাঙ্গীর হোসেন খোকন, স্বপন দাস, আবুল হাসান তুহিন, চঞ্চল সরকার, মো. ইলিয়াস শরীফ, গোলাম মোস্তফা মুন্না, সাকিব হাসান স¤্রাট, মো. বাবর আলী, মো. শহিদুল, মো. সজীব হোসেন, মো. জাকারিয়া আহমেদ জাকির প্রমূখ।
সভায় ভিডিও কনফারেন্স’র শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিএম সৈকত ১১সদস্য বিশিষ্ট যশোর জেলা শাখার আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক স্বপন দাস, যুগ্ম আহবায়ক আবুল হাসান তুহিন, এস.এম জাহাঙ্গীর হোসেন খোকন, সদস্য সচিব- চঞ্চল সরকার, সদস্য- মো. একরামুল হক, শেখ মো. আক্তারুজ্জামান, তৌহিদুর রহমান খোকন, গোলাম মোস্তফা মুন্না, মো. ইলিয়াস শরীফ, অমিত রায় আনন্দ, চন্দ্রিমা সরকার চৈতি।
ভিডিও কনফারেন্স’র নবগঠিত জেলা কমিটির সদস্যরা পর্যায়ক্রমে উপজেলা ও অন্যান্য কমিটি গঠন করে শিল্পী ঐক্যজোটকে শক্তিশালী করবে বলে আশাপ্রকাশ করেন।