ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শোভনা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। শনিবার সন্ধ্যায় ট্রলার-ঘাট চত্ত্বরে শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, উপজেলা শ্রমিক লীগের শেখ রিপন আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের জিল্লুর রহমান, হাবিবুর রহমান, সাইফুজ্জামান দিপু, মাহাবুর রহমান ও আব্দুল হালিম সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।