শ্যামনগরে পুত্রবধুর বিরুদ্ধে শ্বশুরে মামলা

প্রকাশঃ ২০১৭-১০-২৭ - ০০:২১

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে পুত্রবধু শ্বশুর বাড়ি থেকে নগদ টাকাসহ সোনার গহনা নিয়ে পিতার বাড়িতে চলে যাওয়ায় তার বিরুদ্ধে শ্বশুর মামলা করেছেন। শ্যামনগর উপজেলার শংকনকাটি গ্রামের মৃত মধুসূদন বৈরাগির পুত্র মৃত্যুঞ্জয় বৈরাগী মামলার এজাহারে উল্লেখ করেছেন, দেড় বছর পূর্বে কালিগঞ্জ থানার সোতা গ্রামের নিরাপদ মন্ডলের কন্যা গিরি বালার সাথে তার পুত্র ইন্দ্রজিতের বিবাহা হয়। পুত্রবধু ৪ মাস গর্ভবতী অবস্থায় পিত্রালয় চলে যায়। তাকে বাড়িতে নিয়ে আসার ব্যপারে বাঁধা সৃষ্টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ চলে আসছে। গত ২৪ অক্টোবর সন্ধ্যার পর পুত্রবধু মাধবি রানী পকিল্পিতভাবে লোকজন নিয়ে শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘর থেকে নগদ ৬০ হাজার টাকাসহ ১ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার সময় খবর পেয়ে স্বামী ইন্দ্রজিত বাড়িতে চলে আসেন। স্বর্ণালংকার ও টাকা নিয়ে যেতে বাধা দেওয়ায় পুত্রবধুর সাথে থাকা লোকজন ইন্দ্রজিতকে মারপিট করে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ইন্দ্রজিতকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃত্যুঞ্জয় বৈরাগী পুত্রবধুর পিতা নিরাপদ মন্ডল, পুত্রবধু মাধবি রানী সাথে থাকা গিরি বালা মন্ডল, নগেন মন্ডল ও তাপস মন্ডলের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন। মামলা নং-১৮।