যশোর: দুই সংবাদকর্মীর ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন যশোরের সাংবাদিক সমাজ।
রোববার দুপুরে সাংবাদিকরা প্রেসক্লাব থেকে মিছিলসহকারে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। কালেকটরেট চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা এবং ফখরে আলম। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। গত ২৪ জানুয়ারি বেনাপোলে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপারসন শরীফ গুরুতর আহত হন। তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন। সরকারি দল আশ্রিত হামলাকারী সন্ত্রাসীদের পুলিশ আজো গ্রেফতার করেনি। তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে যশোরের সাংবাদিকরা আন্দোলনে রয়েছেন।