ঢাকা অফিস : একজন যুগ্ম সচিবের গাড়ির অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখায় অ্যাম্বুলেন্সে থাকা এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এটুআই প্রকল্পের যুগ্মসচিব আব্দুস সবুর মণ্ডল সেদিন ফেরিতে ভিআইপি প্রটোকল নিয়েছিলেন। এই ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং মাদারীপুর জেলা প্রশাসন।
গত বৃহষ্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে আইসিইউ সংবলিত একটি অ্যাম্বুলেন্সে করে তিতাসকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন স্বজনরা। স্কুলছাত্র তিতাস ঘোষকে নিয়ে ঢাকার দিকে আসতে থাকা অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে অপেক্ষা করছিল। সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুল সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন বলে ওই ফেরিকে অপেক্ষা করাতে জেলা প্রশাসক ঘাট কর্তৃপক্ষকে বার্তা দিয়েছিলেন।
কিন্তু ভিআইপির গাড়ির অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখে। দেরিতে ফেরি ছাড়লেও মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণে মাঝ নদীতে থাকতেই মারা যায় ১১ বছর বয়সী তিতাস। নড়াইলের কালিয়া পৌর এলাকার তাপস ঘোষের ছেলে তিতাস কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার আগে আমার কাছে ফেরিতে যাওয়ার বিষয়টি জানান। পরে আমি ঘাটের ব্যবস্থাপক সালামকে জানাই।
‘কিন্তু ওই ঘাটে অ্যাম্বুলেন্সে একজন গুরুতর আহত রোগী আছে, তা আমি জানতাম না। ঘাটের ম্যানেজার এ বিষয় আমাকে কিছু জানাননি। পরে রোববার বিষয়টি জানতে পারলাম।’
সরকারি কর্মকর্তা বা ভিআইপিদের জন্য ফেরি বিলম্বিত করার কোনো নিয়ম আছে কি না জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘তিনি (আবদুল সবুর মণ্ডল) চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক। এ ছাড়া তিনি যুগ্ম সচিব। তাই তাকে ভিআইপি বলা যায়। এই ধরনের কর্মকর্তারা এই নৌপথে এলে তাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।’
এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের।