‘সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়’

প্রকাশঃ ২০১৯-০৪-৩০ - ১৩:০০

ঢাকা অফিস : সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। পাশাপাশি শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়া এবং সারাবিশ্বে সন্ত্রাস এখন উদ্বেগের বিষয় হয়ে ওঠেছে বলেও জানান তিনি। ডিবিসি নিউজের বিদেশি অতিথিদের সাক্ষাতকারভিত্তিক ‘মিট দ্যা এনভয়’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গতকাল অনুষ্ঠানে এসে ডিবিসি নিউজ কার্যালয় ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। এ সময়, ডিবিসি নিউজের বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরে, শারমীন চৌধুরীর সঞ্চালনায় ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ‘মিট দ্যা এনভয়’ অনুষ্ঠানে অংশ নেন রবার্ট ডিকসন। এতে, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভুমিকার প্রশংসা করেন বৃটিশ হাইকমিশনার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রশংসা করেন তিনি।

রবার্ট ডিকসন বলেন, ‘কিছুদিন আগেই শ্রীলঙ্কায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তা আমরা স্মরণ করতে পারি, বাংলাদেশে এমন কোনো সন্ত্রাসী হামলা ঘটছে না তা নিয়ে বাংলাদেশ সরকার সন্তুষ্ট থাকতে পারে। তবে, সন্ত্রাসী হামলা নিয়ে কোনো দেশেরই স্বস্তিতে থাকার উপায় নেই।’

বাংলাদশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাস আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইস্টার সানডে পালনের জন্য আমি নিজেই গির্জায় গিয়েছি এবং স্বস্তি বোধ করেছি।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্তরাজ্যও চাপে রেখেছে বলে জানান রবার্ট ডিকসন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সম্মানজনক উপায়ে ফিরে যাওয়ার ব্যাপারে আমরা একমত। কিন্তু, এতে সময় লাগবে সেটা বোঝাই যাচ্ছে। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে যুক্তরাজ্য চাপ প্রয়োগ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতাও করে যাচ্ছে।’

সেই সঙ্গে, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক আগের চেয়ে এখন আরো ভালো বলেও জানান তিনি।