সবজি ক্ষেতের পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদে কৃষকের সাফল্য

প্রকাশঃ ২০১৭-১০-২৩ - ১৮:৩৮

বটিয়াঘাটা (খুলনা): বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়নে সবজি ক্ষেতের পোকা দমনে কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বেগুন, ঢেঁড়শ, ঝিঁঙ্গা, ঝাল, সীম, কুমড়াসহ বিভিন্ন শাক-সবজির পোকা দমনে এ ফাঁদ ব্যবহার হচ্ছে। সেক্স ফেরোমন পদ্ধতিতে স্ত্রী পোকার গন্ধ পেয়ে পুরুষ পোকা ছুটে এসে সাবান জলে পড়ে মারা যায়। পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য কৃত্রিম উপায়ে তৈরি স্ত্রী পোকা কর্তৃক বিশেষ বৈশিষ্ট্য ও গন্ধযুক্ত যে জৈব পদার্থ নি:সৃত হয় তাই সেক্স ফেরোমন । যা দেখতে একটা তাবিজের মত। গোলাকার একটি প্লস্টিকের পাত্র দিয়ে এই ফাঁদ তৈরি করা হয়। পাত্রটির তলায় থাকা পানির উপরে ফাঁদটি ঝুলিয়ে দেয়া হয়। বেগুন ও কুমড়াাজাতীয় ফসলের মাছি পোকা, ডগা ও ফলছিদ্রকারী পোকা দমনের জন্য কৃষকেরা একে যাদুর ফাঁদ বলেন। বসুরাবাদ গ্রামের কৃষক প্রদ্যুৎ বৈরাগী, সুখদাড়ার বাসুদেব মন্ডল ও সুভাস চন্দ্র বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার হালদার ও আব্দুল মান্নানের পরামর্শে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করায় বেগুন ও লাউ কুমড়ার ফল নষ্ট হচ্ছেনা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবায়েত আরা বলেন, বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন এবং পরিবেশ বাদ্ধব কৃষির জন্য উপজেলার ৭টি ইউনিয়নে উদ্বুদ্ধকরনের মাধ্যমে এর সম্প্রসারণের কাজ চলছে।