সরকারের উন্নয়নের ছোঁয়ায় মরা গাঙ্গে জোয়ার বইছে : মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৮-০১-১৩ - ২০:২৮

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: ডুমুরিয়ার এক কালের প্রমক্ত নদী ভদ্রা ও শালতা ভরাট হয়ে গিয়েছিল, বর্তমানে শেখ হাসিনার সরকার আজ তা খনন করে আবারও জোয়ার- ভাটা সৃষ্টি ও জলাবদ্ধতা নিরশনের উদ্যোগ নিয়েছে,মরা গাঙ্গে আবারও জোয়ার-ভাটা ব্যব¯হা হতে যাচ্ছে। ডুমুরিয়া- ফুলতলার রাস্তা-ঘাট, ব্রীজ- কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফিরিস্ত তুলে মৎস্য ও প্রাণীস¤পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি গতকাল শনিবার বিকেলে স্বাধীনতা চত্বরে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন বিগত ৯ বছরে আ’লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোন সরকার করতে পারে নি । আগামীতে জনগন আবারো নৌকায় ভোট দিয়ে আ’লীগ সরকারকে রাষ্ট ক্ষমতায় বসাবে বলে তিনি আশাবদ ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর। আরো বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ নাজমুল হাসান খান, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ,সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান স›চালন করেন শিক্ষক নেতা মোঃ শফিকুল আলম। শেষে অতিথি বৃন্দ।মেলায় সাজসজ্জা ক্যাটাগরিতে ডুমুরিয়া পানি উন্নয়ন বার্ড,মহিলা বিষয়ক অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ড,প্রদর্শনী ক্যাটাগরিতে উপজেলা কৃষি দপ্তর, মৎস্য অধিদপ্তর ও এনজিও সফল প্রকল্প,কনটেন্ট উপ¯হাপনে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রানীস¤পদ দপ্তর ও এনজিও এসিডিআই-ভোকা। অন দ্যা ¯পষ্ট সার্ভিস পল্লী বিদ্যুৎ ডুমুরিয়া জোনাল অফিস,উপজেলা স্বা¯হ্য অধিদপ্তর ও উপজেলা সেটেলমেন্ট অফিসকে বিশেষ পুরস্কার সহ মেলায় অংশ গ্রহনকারী সকল দপ্তর ও সং¯হাকে সাধারন পুরস্কারের ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি মেলা প্রাঙ্গনে ডুমুরিয়া হাসপাতালের জন্যে সরকার প্রদত্ত একটি এ্যামবুলেন্সের চাবী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হ¯হান্তর করেন।