সরকারের প্রকাশ্য ইন্দনে দেশের প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতির মহাৎসব – বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ২০:২৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ৫ হাজার কোটি টাকায় শ্রমিক বিজয় নয়, ১২শ’ কোটি টাকা ব্যায় করে মিলগুলো আধুনিকিকরণ করতে হবে। ২০১৩ সাল হতে অবসর প্রাপ্ত শ্রমিকদের পাওনা ও ক্ষতি পূরণ এককালিন প্রদান, খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিলসহ ৫ মিলের শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ, আলিম জুট মিল শ্রমিকদের পূর্বেও ৪৪ সপ্তাহ ও বর্তমান ২০ সপ্তাহের বকেয়া মজুরী পরিশোধ, শ্রমিক কর্মচারী ও মিল কর্তপক্ষের চলমান মামলার দ্রতি মিমাংশা, সোনালী, এজাক্স, আফিল ও মহাসিন মিল আধুনিকায়ন করে চালু এবং শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে লুটপাট, খুলনা-যশোর মহাসড়ক নির্মানে ব্যাপক অনিয়ম এবং আওয়ামীলীগ সরকারের প্রকাশ্য ইন্দনে দেশের প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতির মহাৎসব।

রোববার বিকালে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত রাজঘাট থেকে ইষ্টার্ণ আলিম জুট মিল অভিমুখে পদযাত্রাকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত পথ সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশিদের পরিচালনায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বায়ক বজলুল রশিদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহহেল কাফি রতন, ইউসিএলবি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদি) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বায়ক জোনায়েত সাকি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিইউসির জেলা সম্পাদক আব্দুর রহমান মোল্যা, সিপিবির উপজেলা সভাপতি শেখ দিদারুল ইসলাম, কৃষক নেতা গাজী আবজাল প্রমুখ। পরে খুলনা অভিমুখে পদযাত্রা শুরু হয়।