সরকার সকল ধরনের ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে

প্রকাশঃ ২০২২-০৫-২৪ - ২২:৪৫

সরকার সকল ধরনের ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে দাকোপে হুইপ পঞ্চানন বিশ্বাস
দাকোপ প্রতিনিধিঃ শিক্ষা জাতির মেরুদন্ড হলে ক্রীড়া জাতির মানদন্ড। খেলাধুলার মাধ্যমে একটি জাতিকে অতি সহজে বিশ্বের কাছে তুলে ধরা যায়। বর্তমান সরকার তাই সকল ধরনের ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রদত্ত সকল সুযোগ কাজে লাগিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার সকালে দাকোপ উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুধ্ব-১৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদ হাসান, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ গালিব মাহমুদ পাশা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী। অনুষ্ঠানে চালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধানগন উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। উদ্বোধনী খেলায় চালনা পৌরসভা ফুটবল একাদশ ৫-০ গোলের ব্যবধানে লাউডোপ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।