ফারুক হোসেন,সাঁথিয়া: পাবনার সাঁথিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত কামিল স্নাতকোত্তর হাদিস ২০১৭ ১ম পর্ব পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন শিক্ষক ও ৬ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
জানা যায়, শনিবার সাঁথিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত কামিল ¯স্নাতকত্তোর হাদিস ১ম পর্বের পরীক্ষা চলাকালিন সময়ে নকল করার দায়ে ৬জন শিক্ষার্থীকে ও দায়ীত্বপালনে অবেেহলার দায়ে ৬ জন কক্ষ পরিদর্শককে কেন্দ্র থেকে বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বহিস্কৃতরা হলেন ধুলাউড়ি কামিল মাদরাসার শিক্ষক মহাতাব হোসেন, রেজাউল করিম, বোয়াইলমারী কামিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম,আব্দুর রহিম,হাফিজুর রহমান ও কামরুল ইসলাম। বহিস্কৃত ৬ জন শিক্ষার্থীরা হলো জেসমিন খাতুন, রবিউল ইসলাম, হোসনে আরা,জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, মিলন হোসেন।