সাঁথিয়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ১৯:৪৫

সাঁথিয়া প্রতিনিধি : রোববার পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ইউনিয়নে উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন

জানা গেছে বিএনপি’র সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩শ’ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আশরাফ আলী। এরই অংশ হিসাবে রোববার বিকেলে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কলাগাছি এলাকায় গরীব,দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় সাজার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানায়।
অনুষ্ঠানে কাশিনাথপুর ইউনিয়ন বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক শাহানুর আলম পিন্টু, কৃষকদল সভাপতি আনোয়ার খাঁন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।