ফারুক হোসেন, পাবনাঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এসএমসির নকল ৬ হাজার ৪’শ প্যাকেট ওর স্যালাইন উদ্ধারসহ তোফাজ্জল হোসেন নামের ১জনকে আটক করেছে। আটকৃকত তোফাজ্জল সুজানগর উপজেলার মানিক হাট গ্রামের চাঁদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারে।
এসএমসি’র সিনিয়র টেরিটরি অফিসার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বাজারে এক শ্রেণীর অসাধু চক্র এসএমসির নকল ওর স্যালাইন বিক্রি করে আসছেন। বিষয়টি কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে জানাই। গোপন এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাশিনাথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জামাল আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ এসএমসির নকল ওর স্যালাইন সরবরাহের সময় কাশিনাথপুর বাজারের তিনমাথা মোড় সত্য এন্ড সন্স দোকানের সামনে থেকে সুজানগর উপজেলার মানিক হাট এলাকার তোফাজ্জল হোসেন (৩৮)কে ৬ হাজার ৪’শ প্যাকেট নকল স্যালাইনসহ আটক করা হয়। এ সময় তার সংগে থাকা অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে এসএমসি পাবনার সিনিয়র টেরিটরি অফিসার রফিকুল ইসলাম বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। নকল কারখানাটি উদ্ধারের চেষ্টা চলছে।