ফারুক হোসেন, পাবনাঃ পাবনার সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ”সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে” এই কবিতার মর্মবাণীকে সামনে রেখে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজ এলাকার মানুষের জন্য। অবস্থান করছেন এলাকায়,আর বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষের মাঝে সঠিক ভাবে ত্রান সামগ্রী বিতরণ করছেন।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি অনুদানে পাওয়া ত্রান সামগ্রী গ্রহণ করে এলাকায় সুন্দরভাবে বিতরণই আমার লক্ষ,সেজন্য কাজ করে যাচ্ছি,এবং সে সাথে সকলকে অনুরোধ করছি নিজ নিজ বাড়িতে থাকার।আমি আমার লোকবল নিয়ে আপনার কাছে পৌঁছে যাবো।
এলাকার মানুষ তার এই বিতরণকে স্বাগত জানিয়েছেন। তার এ কার্যক্রমকে প্রশাসনসহ পাবনা জেলার অনেকেই উদাহরন হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, চুরির হিসেব না মিলিয়ে মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক এর মত প্রতিটি পৌরসভা/ইউনিয়ন জনপ্রতিনিধিদের উচিত এভাবে কাজ করে যাওয়া।