সাঁথিয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী পালিত

প্রকাশঃ ২০১৮-০১-২৯ - ২০:৩৬

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর আওতাধীন পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে প্রাপ্তির দাবীতে রবিবার, সোমবার ও মঙ্গলবার এই ৩দিন সাঁথিয়া পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে ৭২ঘন্টার কর্মবিরতি পালন করেছে। কর্মবিরতি চলাকালে পানি সরবরাহ ব্যতিত সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাঁথিয়া পৌরসভার গেটে কর্মবিরতি পালন করবে। সোমবার দুপুরে সাঁথিয়া পৌর কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের ‘সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক আবু ইছা শফিউল আলম, মনিরুজ্জামান মনির, নুরু জামাল, আহসান হাবিব,আব্দুর রউফসহ পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।