ফারুক হোসেন,সাঁথিয়া(পাবনা) : পাবনার সাঁথিয়া উপজেলার কলাগাছি থেকে ৩ লক্ষ ৩০ হাজার টাকার নকল বিড়ি ও সিগারেট জব্দ করেছে বুধবার রাতে রাজশাহী বিভাগীয় কাস্টমস অফিস।
জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কাস্টমস এক্্রাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সন্তোষ সরেনের নেতৃত্বে রাজস্ব কর্মকর্তারা উপজেলার কলাগাছী গ্রামের কোরবান মৃর্ধার ছেলে বকুল মৃর্ধা ,আবু বক্কর মৃর্ধা, সরোয়ার আলম ও হাবিলের বাড়িতে অভিযান চালান। এসময় কাস্টমস কর্মকর্তারা তাদের বাড়ি থেকে অনুনোমোদিত স্থানে বিড়ি উৎপাদন ও জাল ব্যান্ডরোল ব্যবহারের অপরাধে ২১ হাজার ৬ শত প্যাক শিহাব বিড়ি ও ৪ হাজার ৬০ প্যাকেট ডারডি সিগারেট জব্দ করে। যার মুল্য প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এতে ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ৫২ হাজার টাকা। সম্পুরক ভ্যাট ফাঁকি দেওয়া হয় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানাযায়, বকুল মৃর্ধা ইতি মধ্যে আরও একবার নকল বিড়িসহ আটক হয়েছিল। সে দীর্ঘ দিন ধরে শিহাব বিড়িসহ বিভিন্ন নামের সিগারেট তৈরি করে নকল ব্যান্ডরোল ব্যবহার করে আসছিল। এতে করে সরকারের হাজার হাজার টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
বিভাগীয় কাস্টমস এক্্রাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সন্তোষ সরেন জানান,অপরাধীরা যে অপরাধ সংঘঠিত করেছে তা মুল্য সংযোজন কর আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।