রবিউল ইসলাম মিটু,যশোর : দৈনিক সমাজের কাগজের চীফ রিপোর্টার প্রয়াত মোহাম্মদ সেলিমের রুহের মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার বিকালে পত্রিকার কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক অলোক অধিকারী। সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, বিএফইউজের কেন্দ্রীয় নেতা মহিদুল ইসলাম মন্টু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক লোকজমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম মনির, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি এসএম হাবিবুল্লাহ হাবিব, সাংবাদিক ইউনিয়ন যশোরের সহ-সভাপতি শহিদ জয়, সাংবাদিক ইউনিয়ন যশোরের যুগ্ম সম্পাদক ও সমাজের কাগজের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা মুন্নাসহ সমাজের কাগজ পরিবারের সদস্য শুভাকাঙ্খিবৃন্দ।