এস আর সাঈদ, কেশবপুর(যশোর) : কেশবপুর নিউজ ক্লাবে থেকে সাংবাদিক আব্দুর রহমানকে স্থায়ীভাবে বর্হিষ্কার করা হয়েছে।
১১ ফেব্রুয়ারী কেশবপুর নিউজক্লাবের সভাপতি আশরাফুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত পত্র মারফাত জানাগেছে, প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র, ক্লাবের ১৬ হাজার টাকা আতœসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নিউজ ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুর রহমানকে নিউজ ক্লাব থেকে স্থায়ীভাবে বর্হিষ্কার করা হয়েছে। অপরদিকে আগামী ১০ দিনের মধ্যে আতœসাৎকৃত ১৬ হাজার টাকা নিউজ ক্লাবের তহবিলে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় আব্দুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য মানবপাচার মামলায় আসামী হওয়ার কারণে আব্দুর রহমানকে গত ০৫-১০-২০১৫ তারিখে কেশবপুর নিউজ ক্লাব থেকে সাময়িক বর্হিষ্কার করা হয়েছিল। বর্তমানের তাকে স্থায়ীভাবে বর্হিষ্কার করা হল।