যশোর: প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতা’র শ্বশুর, প্রেসক্লাবের সদস্য রেবা রহমান এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটনের পিতা আনছার আলী মন্ডল (৯৮) শুক্রবার দিবাগত গভীররাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি গত তিনদিন ধরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর শহরের নতুন খয়েরতলা জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান। একই সাথে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
অপরদিকে অনুরুপ বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম. আইউব। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।