রবিউল ইসলাম মিটু, যশোর : দৈনিক সমাজের কাগজের চীফ রিপোর্টার মোহাম্মদ সেলিমের স্মরণে বৃহস্পতিবার আছর বাদ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দৈনিক সমাজের কাগজের কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শোকসভা ও দোয়া মাহফিলে দৈনিক সমাজের কাগজের পরিবারের সকল সদস্যসহ যশোরের সকল সাংবাদিককে অংশ গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন দৈনিক সমাজের কাগজের প্রকাশক অলোক অধিকারী এবং সম্পাদক সোহরাব হোসেন।
উল্লেখ্য. মোহম্মদ সেলিম গত ১৮ ডিসেম্বর সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।