কেশবপুর (যশোর) প্রতিনিধি : ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলা সাগরদাঁড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে ১৭ কোটি ১৮ লাখ টাকা ব্যায়ে উক্ত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, মনিরা খানম, ছাত্রলীগের খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর তত্ত্বধনানে উক্ত ভবন নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে।
অপরদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার মজিদপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৩তম জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সেবাশ্রমের সদস্য তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের কোলতার মাসিক উদ্বোধন পত্রিকার সম্পাদক শ্রীমৎ স্বামী চৈতন্যানন্দজী মহারাজ, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সহ-সম্পাদক স্বামী আতœবিভানন্দজী মহারাজ, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মজিদপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক কালীপদ পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পশাল সিংহ, কুন্তল বিশ্বাস ও উজ্জ্বল কুমার দাস।