সাতক্ষীরায় বিনা লাভের দোকানে কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

প্রকাশঃ ২০২৪-১০-৩০ - ০২:০৫

ডেস্ক নিউজ : সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে। মঙ্গলবার দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাক সবজির বাজার বসানো হয়। বাজার অপেক্ষা দাম কম হওয়ায় অনেক ক্রেতারা এই দোকান থেকে সবজি ক্রয় করেন। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশ ছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, ডাল ১শ’ টাকা, পেঁয়াজ ১শ’ টাকা, মিষ্টি কুমড়া-৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের গেটের সামনে দেয়া দোকানে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা।

 

এ বিষয়ে কাটিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, সুলতানপুর বড়বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুটা কিছু কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দোকান দেওয়ার প্রায় দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে। চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কম দামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা।
এ বিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল­াহ জানান, আগামীকাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে এখানে বিক্রি করবো। এতে ক্রেতারা দাম আরও কমে পাবেন।
জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। ফলে নিত্যপণ্যেও দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমূল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।