সাতক্ষীরায় আনন্দ মিছিল ও শোভা যাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ১২:৫০

সাতক্ষীরা : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে এক বন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রিয় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সদর-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর হোসেন সজল, সদর সার্কেল এসপি মেরিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন।