সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩২

প্রকাশঃ ২০১৭-১০-২৮ - ০০:২৯

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুসহ ৩২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক যুবদল নেতা বাচ্চুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলাসহ কমপক্ষে ৫টি মামলা রয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানার ৪ জন, তালা থানার ৩ জন, কালিগঞ্জ থানার ৩ জন, শ্যামনগর থানার ২ জন, আশাশুনি থানার ৩ জন, দেবহাটা থানার ২ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সরশকাটি বাজারে একটি চায়ের দোকানে বসে যুবদল নেতা বাচ্চু ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমসহ ৪ থেকে ৫ জন বসে ছিলেন। এ সময় যুগেখালী ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীরা বাচ্চুকে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে সরশকাটি পুলিশ ফাড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাচ্চুকে আটক করে থানায় নিয়ে যান। আটক বাচ্চু উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে। এ ব্যাপারে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, নাশকতার পরিকল্পনা করার সময় যুবদল নেতা বাচ্চুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে