সেলিম হায়দার, সাতক্ষীরা : সাতক্ষীরায় সদর উপজেলার এক স্ত্রীর বিরুদ্ধে তার স্বামী আব্দুল হাকিম গাজী (৫২) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী আন্না খাতুনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার ভোররাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম ওই গ্রামের মৃত সুজাউদ্দীন গাজীর ছেলে। আব্দুল হাকিমের চাচাতো ভাই গোলাম সরোয়ার জানান, আব্দুল হাকিমের কোন সন্তান হতো না। আনোয়ারা খাতুন তার চতুর্থ স্ত্রী। দুই বিঘা সম্পত্তি লিখে দেওয়ার শর্তে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের রাজাপুর গ্রামের হাকিম গাজীর মেয়ে আন্নাকে বিয়ে করেন হাকিম। এ নিয়ে তাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত মঙ্গলবারও তাদের বাড়িতে ঝগড়া হয়। এ সময় আন্না খাতুনের পূর্বের পক্ষের ছেলে রুমান (১০) ও আন্না খাতুনের বোন রোকেয়া খাতুন তাদের বাড়িতে ছিল। তিনি অভিযোগ করে আরও বলেন, বুধবার ভোর রাতের কোন এক সময় তার ভাইকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে আন্না খাতুন। কিন্তু ভাইকে দেখা যাচ্ছে ঘরের মেঝেতে হাটু গেড়ে বসে আছে। পরিবর্তন করে দেওয়া হয়েছে নির্যাতনের ফলে নষ্ট হওয়া লুঙ্গিও। ঘটনার পরপরই আন্নার বোন রোকেয়া পালিয়ে যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, আব্দুল হাকিমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।