সাতক্ষীরায় সড়ক ও জনপথ অধিদপ্তরের মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-১১-১২ - ১৪:২৭

সেলিম হায়দার, সাতক্ষীরা : সাতক্ষীরায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করনসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে এ মানববন্ধ কর্মসূচি পালিত হয়।

এ সময় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শেখ খায়বার আলীর সভাপতীত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের,সাংগাঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, আব্দুল জলীল প্রমুখ।

বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাইকৃত ২৬৬৭ জন কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদে ও বরাবরে নিয়মিত ও অবশিষ্ঠ ৪৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীদের শর্থ শিথিল পূর্বক পূর্বের ন্যয় কনভার্টেড রেগুলার এর আওতায় এনে নিয়মিত করন ও এসআরও জারী।

বিভিন্ন শ্রেণি সড়ক বিভাগের কর্মচারীদের মহামান্য হাইকোর্টে দায়েরকৃত মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করাসহ সাত দফা দাবি পুরুণের জন্য সরকারের প্রতি আহবান জানান।