সাতক্ষীরায় ২ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

প্রকাশঃ ২০১৮-০৩-০৯ - ১৩:২০

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভারতে পাচারের জন্য নিয়ে আসা দুই কেজি স্বর্ণসহ আজিজ হাসান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা থেকে তাকে আটক করা হয়। আটক আজিজ হাসান একই উপজেলার ভাড়–খালি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সাতক্ষীরা-ভোমরা সড়কে অবস্থান নেয়। এ সময় একটি ইঞ্জিনভ্যান মাহমুদপুর বাদামতলার মাঝামাঝি স্থানে পৌঁছুলে দাড়ানোর সিগন্যাল দেওয়া হয়। বুঝতে পেরে ভ্যানচালক লাফিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্যানে থাকা যাত্রীকে চ্যালেঞ্জ করে তার শরীর তল্লাশি চালিয়ে দুই কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য আনা হয়েছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে।